Details
অদ্য ১৮/১১/২০২২ তারিখ সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন আসামী আসামীর নামঃ নাজমুল ইসলাম, পিতাঃ দিল মাহমুদ, সাংঃ সোহাগপুর, পোঃ কাকার কান্দি, থানাঃ নালিতাবাড়ী জেলাঃ শেরপুর এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ০৩ জন আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।