Details
০৯/১১/২০২২ তারিখ শেরপুর জেলার নালিতাবাড়ী থানা হতে ০২ টি সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০২ জন আসামী ১। মোঃ মোখলেছুর রহমান, পিতা- মোঃ জমির হোসেন, সাং- গোবিন্দনগর থানা- নালিতাবাড়ী জেলা -শেরপুর, ২। মোঃ ফজলুল হক, পিতা- আমেন আলী, সাং- সন্যাসীভীটা, থানা- নালিতাবাড়ী জেলা -শেরপুর, এবং মাদক মামলায় ২০০ গ্রাম গাজা সহ ০১ জন আসামী, জুয়া আইনের ০৭ জন আসামী এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০২ জন আসামীগনকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।