Details
অদ্য ০৫/১২/২০২২ তারিখ জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০২ জন আসামী ১। মোঃ মোশারফ হোসেন, পিতা- মোঃ ইজ্জত আলী ড্রাইভার, সাং- কাচিমৌ, থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুর এবং ২। শাহরিয়ার আহাম্মদ
ওরফে উজ্জল, পিতা- মোঃ আঃ কুদ্দুস, সাং- বাজার ছিটপাড়া, থানা-নালিতাবাড়ী, জেলা- শেরপুর এবং ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক নিয়মিত মামলায় ০২ জন আসামী, ৩১ পিস ইয়াবা উদ্ধার পূর্বক ০১ জন আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।